খবরঃ পৃথিবীতে মানুষের সময় ফুরিয়ে এসেছে : স্টিফেন হকিং

জলবায়ু বিপর্যয়, জনসংখ্যা বিস্ফোরণ, সম্ভাব্য অ্যাস্টরয়েড হামলাকে তিনি ভয় পাচ্ছেন। অ্যাস্টরয়েড হয়তো আমাদের আঘাত করবে না, জনসংখ্যাও নিয়ন্ত্রিত হয়ে যাবে (পুঁজিবাদের "কল্যাণে") কিন্তু জলবায়ু বিপর্যয় অনিবার্য। আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে পরিবেশ দুষন ও নির্বিচারে প্রাণী বিলুপ্ত হয়ে ফুড চেইনসহ প্রাকৃতিক অনেক ধরনের চেইনের ভাঙন। ইকো সিস্টেম খুব গুরুত্বপূর্ন। নানাধরনের প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়াতে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে তা হলো মৌমাছির মত গুরুত্বপূর্ন পতঙ্গের বিলুপ্তির সম্ভবনা। এক মৌমাছিই যদি শুধু বিলুপ্ত হয়ে যায় বা আশংকাজনক হারে হ্রাস পায় তাহলে পৃথিবী বড় ধরনের একটা দুর্ভিক্ষে পড়ে যাবে। সেটা পৃথিবীর ৯০ থেকে ৯৫ ভাগ পর্যন্ত মানুষের বিলুপ্তির কারণও হতে পারে।

আর পুঁজিবাদ যে স্টাইলে জনসংখ্যা নিয়ন্ত্রন করবে, সেটা সবকিছুকে এমনভাবে ধ্বসিয়ে দিবে যে সকল মানুষ আবার কৃষিজীবি হয়ে যেতে বাধ্য হবে। অন্যগুলো হতে দেরী হলেও এটা খুব দ্রুতই হবে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।