আমার বাচ্চাকে কৃষি কাজ শেখাবো। শুধু শেখাবোই না, সরাসরি কৃষির সাথে পরিচয় করাতে ফসলের মৌসুমে গ্রামের দিকে নিয়ে যাবো। সম্ভব হলে দুই/এক মাস থেকেও আসবো। ভবিষ্যত পৃথিবীতে শুধু তারাই টিকে থাকবে যারা কৃষিকাজ জানে। কারণটা আগের স্ট্যাটাসে বলেছি।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।