সহজ জীবন - ৫

আপনার নিজের সুখ যদি অন্যের উপরে নির্ভরশীল হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে সুখী হবেন? পরনীর্ভরশীলতা যত কম থাকে তত ভালো। সুখের বেলায় একেবারেই না হওয়া বেশী ভালো।

একটা ছোট উদাহরণ দেই। আপনার কোন কাজের উদ্দেশ্য যদি থাকে এরকম যে— কাজটা দেখে অন্যেরা খুশী হবে বা এপ্রিশিয়েট করবে এবং তা দেখে আপনি সুখী হবেন, তাহলে সুখী হওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আপনি নিজেকে নিজে যদি এপ্রিশিয়েট করতে শিখে যান এবং সেটা থেকে সুখ তুলে নিতে পারেন, তাহলে সুখী হওয়াটা অনেক সহজ।

সুখী হওয়ার জন্য নিজেকে নিজের স্কেলে মাপতে শিখুন। আর উন্নতির জন্য স্কেলের মাপ বাড়াতে থাকুন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।