একদিন এক জঙ্গলে একটা ইদুর ভাল্লুককে বিড়ি খেতে দেখে বললো - "ছেড়ে দাও ভাই নেশা, আমার সাথে চলো। দেখো জঙ্গলটা কত সুন্দর!"

ইদুরের কথা শুনে ভাল্লুক তার পিছে পিছে গেল।

যেতে যেতে দেখল একটা হাতি ড্রাগস নিচ্ছে। ইঁদুর হাতিকেও ড্রাগস ছেড়ে সুন্দর জঙ্গলের স্বপ্ন দেখালো। হাতি ড্রাগস ফেলে দিয়ে ইঁদুরের সাথে চলল।

আরেকটু সামনে যেতেই দেখা গেল একটা বাঘ হুইস্কি খাচ্ছে। ইঁদুর তাকেও একই কথা বলতে গেল। বাঘটা গ্লাস রাখলো। তারপর ইদুরকে কষে কয়েকটা থাপ্পর লাগালো!

"একি করছো? মারছ কেন?", হাতি অবাক হয়ে জানতে চাইলো।

বাঘ বললো— "এই বেটা গতকালও গাঁজা খেয়ে আমাকে পুরা জঙ্গল ঘুরাইছে!"

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।