স্বপ্নে দেখলাম জার্মানী, যুক্তরাজ্য এবং আরেকটা কোন দেশের যেন প্রেসিডেন্ট সহ বইসা মোবাইলে গেম খেলতাছি। গেমে একজন আরেকজনরে সাইজ করে আর হাসতে হাসতে কুটি কুটি। ওবামারে (আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ওবামারেই দেখলাম) ফোন দিলাম, শুইনা সেও কয় আইতাছি।
এরকম একটা স্বপ্ন দেখার কারণ বুঝলাম না (স্বপ্নটা আসলেই দেখলাম, স্যাটেয়ার না)। বাস্তবে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের এইরকম বন্ধুত্ব আসলে সম্ভব না। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র কখনো রাষ্ট্রের বন্ধু হইতে পারে না। যারা ভাবে পারে, তারা হয় জানে না অথবা মিথ্যা বলে। এই কারণে আধুনিক রাষ্ট্রব্যবস্থাটা আমার পছন্দ না। শত্রু শত্রু খেলা বিরক্তিকর। মানুষ মানুষের শত্রু হবে কেন?
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।