কালের কণ্ঠে একটা আর্টিকেল ছেপেছে- 'চাকরি জোটে না উচ্চশিক্ষায়ও'। আর্টিকেল লেখক কর্মবাজারের সঙ্গে সংগতিহীন শিক্ষাব্যবস্থাকে দায়ী করেছেন। বলতে চেয়েছেন প্রয়োজনের চাইতে বেশী লোক উচ্চ শিক্ষিত হচ্ছে বলেই চাকরী পাচ্ছে না লোকে। কিন্তু বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে যোগ্য লোকের প্রচুর অভাব। যোগ্যতার অভাবেই লোকজন চাকরী পাচ্ছে না। চারদিকে লাখ লাখ বেকার দেখবেন কিন্তু ভালো কোন পোস্টে রিক্রুট করতে গেলে পাবেন না একজনও। এজন্য প্রতিষ্ঠানগুলো পার্শ্ববর্তী দেশগুলো থেকে দুই/তিনগুন বেশী বেতন দিয়ে লোক রাখতে বাধ্য হচ্ছে। দেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস করে দেয়া হচ্ছে, ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এভাবে চলতে থাকলে একটা সময়ে দেখা যাবে উপরের পদগুলো সব ভারতীয়রা দখল করে ফেলেছে। বাঙালিরা পাবে শুধুমাত্র দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পদগুলো। এমনকি উপরের দিকের পোস্টে সব ভারতীয়রা ঢুকে গেলে দ্বিতীয়/তৃতীয় শ্রেণীও বাঙালি পাবে না। ভারতীয়রা সবসময় নিজের দেশ থেকে লোক আনতে উৎসাহী। বাঙালির কপালে হয়তো বহু কষ্টে চতুর্থশ্রেণী জুটবে।
সুতরাং সমস্যার গোড়ায় তাকান হে...
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।