গতবছর আমি সোন্দরবন গেছিলাম। দেইখা আইছি, বাগ হরিনেরা অন্ধকারে কত কষ্ট কইরা জীবনাতিপাত করতেছে। বিদ্যুৎ নাই, তাই তাদের কোন স্মার্ট ফোনও নাই। কেমন আনস্মার্ট জীবনযাপন তারা করতেছে, ভাবতে পারেন? সর্কার রামপাল কইরা তাদের এই দুঃখ দূর করার চেষ্টা করতেছে, সেইটা কিছু লোকের সহ্য হয় না।
রামপাল কে হ্যাঁ বলুন।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।