অল্প কিছুদিন আগেও আরবরা না খেয়ে মারা যেত। তখন তারা নিজেরাও জানতো না, তাদের মাটির নিচে কি লুকায়া আছে। যেমন আমরা জানি না, আমাদের জনসংখ্যা কত বড় এ্যসেট। শুধু দরকার এদেরকে একটু শেইপে আনা। উন্নত বিশ্বে যে হারে মানুষ কমতেছে তারচাইতেও ভয়াবহ হারে দক্ষ কর্মী কমতেছে। দুইদিন পর আমাদের দেশের রাস্তার মোড়ে মোড়ে তারা ইমিগ্রেশন সেন্টার খুলে লোকজনের হাত-পা ধরে নিজের দেশে নিয়ে যাবে। এখনি অবশ্য নিচ্ছে। বিভিন্ন ভার্সিটির মেধাবীদের তারা ভালোই হান্ট করতেছে। তবে যারা অদক্ষ, তাদেরকে কেউ নিবে না। দেশেও তারা কিছু করতে পারবে না।

তাই ছোট্টবন্ধুরা, তোমরা ক্যারিয়ারের প্রতি মনোযোগী হও। প্রশ্ন ফাঁস আর গণহারে পাশের আশায় পড়ালেখা বাদ না দিয়া ঠিকঠাকমত লেখাপড়া করো, দক্ষতা বাড়াও। মানুষ রপ্তানী করেই আমরা ভবিষ্যতে এই দেশরে অনেক উপরে নিয়ে যেতে পারবো।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।