ভালো রেজাল্ট, উচ্চতর ডিগ্রি, ভালো ক্যারিয়ার, টাকা পয়সা... এগুলো কি মানুষের মানসিকতা বদলাতে পারে যদি সে নিজে না চায় বা ফ্যামিলি তাকে সেভাবে শিক্ষা না দেয়? নাহ... অনেক তো দেখলাম!

এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা মনুষ্য জাতির সীমাবদ্ধতা।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।