সহজ জীবন - ২

মানুষ (ব্যক্তিগত জীবনে) সবচাইতে বেশী শত্রু তৈরি করে কারো ভালো চাইতে গিয়ে।

তাহলে কি আপনি ভালো চাওয়া বাদ দিবেন?

না, আপনাকে ভালো চাওয়ার সেই পদ্ধতি শিখতে হবে যেটাতে মানুষ আপনাকে শত্রু/ক্ষতিকর না ভাবতে পারে। এই পদ্ধতি শিখতে না পারলে মানুষের ভালো চাওয়া বাদ দেয়াই ভালো। কারণ এই 'ভালো' চাওয়াতে ভালোর চাইতে খারাপ বেশী।

শত্রুমুক্ত সহজ জীবন চাইলে ভালো চাওয়ার বিষয়ে আপনাকে সচেতন হতে হবে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।