LOST আমার প্রিয় একটা টিভি সিরিজ। তবে লস্টের চাইতে বেশি ভালো লেগেছে The Walking Dead । এই দুইটা সিরিজেরই মূল বিষয় হচ্ছে সার্ভাইভাল। বিরুপ পরিবেশে টিকে থাকার গল্প। লস্টে দেখানো হয় বিমান দূর্ঘটনার কারণে নির্জন একটা দ্বীপে গিয়ে পড়ে আর Walking Dead-এ Zombie Apocalypse এর কারণে পৃথিবীর সমস্ত টেকনোলজি ধ্বংস। মানুষ দলবদ্ধ ভাবে বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছে, ছোট ছোট গোত্রের মত তৈরি হচ্ছে। বিরুপ পরিবেশে টিকে থাকার সেকি প্রচেষ্টা...

ইউটিউবে বেশ কিছু ডকুমেন্টরি দেখেছি, পৃথিবী থেকে মানুষ সব হারিয়ে গেলে কি হবে। বা সমস্ত জ্বালানি শেষ হয়ে গেলে কি হবে বা ইলেক্ট্রিসিটি আর টেকনোলজি হারিয়ে গেলে কি হবে ইত্যাদি ইত্যাদি নিয়ে। এধরনের বিষয়গুলো নিয়ে প্রচুর গেমও তৈরি হয়েছে, সেগুলো আবার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সত্যিকার মানুষেরা অনলাইনে কানেক্ট করে খেলে, দল গঠন করে টিকে থাকার চেষ্টা করে। টিকে থাকার এই চেষ্টা বা সার্ভাইভাল বিষয়ক একটা সিমুলেশন গেম খেলেছিলাম- Banished, চমৎকার গেম। সভ্যতার মূল জিনিষটা ধরতে পারবেন গেমটা খেললে।

যাহোক, আসল কথায় আসি। ধরুন আজকের টেকনোলজি যদি কোন কারণে ধ্বংস হয়ে যায় তাহলে কি ঘটতে পারে? যেমন আজকে যে ব্লাকআউট হলো, এটা যদি কন্টিনিউ হতো? ধরুন পৃথিবীর কোন বিপর্যয়ের কারণে মাসের পর মাস ইলেকট্রিসিটি থাকলো না। ইলেক্ট্রিসিটি নেই মানে ধীরে ধীরে বাদবাকী সকল টেকনোলজিও অচল। তারপর? আপনি নিজের বাসায় জমিয়ে রাখা পানি ও খাবার দিয়ে হয়তো মাসখানেক চলতে পারলেন। অথবা ধরে নেয়া যাক আপনার বাসায় অনেক ক্যাশ টাকা রাখেন, সেগুলো দিয়ে ছয়মাসের কেনাকাটা করে ফেললেন। ছয়মাস পর? ছয় মাস পর আপনাকে পাঁচটি মৌলিক চাহিদার প্রধানতমটির (খাদ্যের) সন্ধানে ফিরে যেতে হবে গ্রামে। টিকে থাকার জন্য শুরু করতে হবে জমি চাষ করা, এর বিকল্প আর কিছু নেই।

সভ্যতার কেন্দ্রবিন্দু হচ্ছে এই কৃষিকাজ। অথচ কৃষি সম্পর্কেই আমাদের জ্ঞান সবচাইতে কম। আর কৃষকদেরকেই আমরা সবচাইতে বেশি অবজ্ঞা করি। আহা সভ্যতা, আহা সভ্যরা...

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।