স্ট্রেইট-কাট হওয়া ভাল। যার পছন্দ হবে না দুইদিন পর তার সাথে এমনিতেই ঝামেলা হবে, তারচাইতে প্রথমেই কেটে পড়ুক...
আপডেটঃ এই চিন্তার সাথে এখন আর আমি একমত না। (২১ জানুয়ারী, ২০২৪)
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।