টাউন-সেন্টারে এসোসিয়েট হিসেবে কাজ করতেছে প্রায় ২০০জনের মত। এরা কেউ বেতনভুক্ত নয় এবং টাউন-সেন্টার থেকে আয় করতে আরো বছরখানেক লাগবে। তাই নানা ধরনের সাইড-ইনকামের ব্যবস্থা করে দিচ্ছি। কয়েকদিন আগে বললাম— ৯৯৯ টাকা করে ওয়ার্ডপ্রেস হোস্টিং বিক্রি শুরু করেন, ৫০০ আপনাদের ৪৯৯ টাউন-সেন্টারের। এই পাগলের দল এক সপ্তাহে শ'খানেক হোস্টিং বিক্রি করে ফেলছে, আরো ডজনখানেক সাইট প্রসেসিং এ আছে।

টাউন-সেন্টারে প্রোফাইল ভেরিফিকেশনর জন্য ৫০০ টাকার একটা ফি আছে। এই ফি এর ৩০০ টাকা এসোসিয়েটরা পাবে, ২০০ পাবে সংশ্লিষ্ট জেলার টাউন-সেন্টার। ভেরিফিকেশন শুরু করলে এই পাগলের দল তো মনে হয় মাসখানেকের ভেতরে কয়েক লাখ লোক ভেরিফাই করে ফেলবে।

এখন এসোসিয়েটের সংখ্যা দুই'শয়ের নিচে। ২০২৪ এর ভেতরে ১২৮০ জন এসোসিয়েট বানাবো দেশজুড়ে। সামনে আছে শুভদিন!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।