যেকোন কাজে AI যে পরিমানে সময় বাঁচিয়ে দিচ্ছে, আমার মনে হচ্ছে এটা অনেকটা ক্যালকুলেটরের মত কাজ করতেছে। ফলে আমরা যোগ-বিয়োগের পেছনে সময় নষ্ট না করে ক্যালকুলাস শেখায় মনোযোগ দিতে পারছি।
যারা AI ব্যবহার করতে পারবেন না, তারা এমনভাবে পিছিয়ে পড়বেন যে ক্যারিয়ার হুমকিতে পড়ে যাবে আপনার।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।