জেনারেশন জি বা Gen Z নিয়া অধিকাংশ লোকের ভুল ধারণার পেছনের কারণগুলো নিয়ে ভাবতেছিলাম। এই বিষয়টা নিয়ে একটা সিরিজ পোস্ট দেব কিনা ভাবছি। কিন্তু এগুলো পাবলিকলি লিখলে অনেক লোক অফেন্ডেড হতে পারে। বিশেষ করে যারা প্রাচীনপন্থী ও ৬০-এর দশকে আটকে আছে এখনো তাদের পছন্দ হবে না। তাই পাবলিক পোস্ট না করে পেইড আর্টিকেল হিসেবে ত্রিভুজ ডট নেটে পাবলিশ করবো ভাবছি।

ভবিষ্যতে রাজনীতিতে ভালো করার জন্য জেন-জি ও জেনারেশন আলফাদের বুঝা গুরুত্বপূর্ন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।