ফেসবুকে কোন বিষয়ে হেল্প চেয়ে আমি কখনো নিরাশ হইনি। কৃতজ্ঞতা! কিন্তু, সবাই সম্ভবত এতটা ভাগ্যবান না। এরকম কোন ব্যবস্থা দাঁড় করালে কেমন হয়— যেখানে সকলেই হেল্প চেয়ে হেল্প পাবে?
মনে করেন আপনার একটা তথ্য দরকার। অনেক ঘাঁটাঘাটি করলে হয়তো তথ্যটা পেয়ে যাবেন; কিন্তু আপনার সেই সময় নেই। তাই আপনি সামান্য টাকা/ক্রেডিট অফার করলেন তথ্যের জন্য। এই যেমন ৫ বা ১০ টাকা। যিনি তথ্য দিতে পারবেন তিনি টাকাটা পাবেন। এতে দুইজনেরই লাভ।

কেউ যদি প্রতিদিন ১০০ লোকরে ১০০ তথ্য দিয়ে হেল্প করে ৫০০ টাকা ইনকাম করতে পারে, সেটা তো ভালো। ফলে, হেল্প করার লোকের অভাব হবে না। তথ্য জানার জন্য ৫/১০ টাকা খরচ করতে চাইবে কতজন, সেটাই দেখার বিষয়।

টাউন-সেন্টারের প্রশ্নোত্তর মডিউলে এই পেইড প্রশ্নোত্তরের অপশন যোগ করতেছি।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।