আগামী কয়েক বছরের ভেতরে পৃথিবীজুড়ে বিদ্যুৎ সংকট শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইলেকট্রিক গাড়ি, AI এবং হিটিং সিস্টেম সমস্ত বিদ্যুত কনজিউম করে ফেলবে। ফলে বিশ্বজুড়ে ব্ল্যাক আউট শুরু হওয়ার সম্ভবনা দেখা দিচ্ছে।
এই বিপুল পরিমান বিদ্যুতের চাহিদা যদি মেটানো না যায় তাহলে ইউরোপের অধিকাংশ অঞ্চল ও আমেরিকার একটা বড় অংশ বসবাস অনুপোযোগী হয়ে পড়বে। বিশেষ করে জীবাশ্ম জ্বালানী ফুরিয়ে যাওয়ার পর।
প্রচন্ড ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ফিউল হিসেবে কাঠ এখানে বিকল্প হতে পারবে না, জনসংখ্যা আধিক্যের কারণে।
কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদন ও স্টোরেজে ব্রেক-থ্রু এক্ষেত্রে পৃথিবীরে রক্ষা করতে পারে। সেটা না ঘটলে দু’টো ঘটনা ঘটতে পারে।
এক. আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রতিষ্ঠান ও শিল্প কারখানাগুলো ওখান থেকে আমাদের মত ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে মুভ করা।
দুই. বিপুল মাইগ্রেশন যা পৃথিবীর সকল রাজনৈতিক হিসাব বদলে দিবে।