করোনার সময়ে বাংলাদেশী রোগীরা যেতে পারেনি বলে ভারতীয় চিকিৎসা ব্যবস্থা আর কলকাতার মার্কেট কিভাবে লসে পড়েছিলো, সেই রিপোর্ট আপনি নেটেই পাবেন। ভারতীয়রাই এসব নিয়ে নিউজ আর ভিডিও তৈরি করেছে। অথচ এদেশের কিছু লোক বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করে যেন আমাদেরই কৃতজ্ঞ থাকা উচিত।
টাকা দিয়ে যাদের সেবা ও পন্য কিনছেন তাদের কাছে কৃতজ্ঞ থাকতে বলতেছে এরা।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।