আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী মেয়ারশেইমারের 'ট্রাজেডি অব গ্রেট পাওয়ার পলিটিক্স' পড়ে ভালো লাগছিলো অনেক। লেক্স ফ্রিডম্যান উনাকে নিয়ে পডকাস্ট করবে ভাবিনি... লেক্সের সাহস আছে!

সাড়ে তিন ঘন্টার পডকাস্ট। এক সেকেন্ডের জন্যও মনোযোগ হারাইনি। দেখতে পারেন। এত সময় বের করতে না পারলে শুধু ফিলিস্তিন অংশটুকু আর শেষের ৩০ মিনিট দেখেন।

মেয়ারশেইমারের বাকী বইগুলোও উইশলিস্টে যোগ করলাম। সাথে আরো কয়েকটা বই (পডকাস্টে যেগুলোর রেফারেন্স দিয়েছে)। থ্যাংকস লেক্স!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।