এক যুগের বেশী সময় ধরে ঢাকার বাতাসের কোয়ালিটি মনিটর করছি, কখনো এত ভালো অবস্থা দেখিনি। যেখানে AQI ইনডেক্স কখনো ১০০’র নিচেই নামতে দেখিনি সেখানে এখন ১২ (৫০ এর নিচে থাকা স্বাস্থ্যকর)। ১০/১২ টাইপ ভালো কোয়ালিটির বাতাস উন্নত বিশ্বের দেশগুলো ছাড়া আর কোথাও দেখা যায় না। ঢাকার AQI ইনডেক্স ২০০ থেকে ৫০০ এর ভেতরে উঠানামা করে সাধারনত।

ঢাকা কি পুরোপুরি শাটডাউন নাকি?

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।