অনেকে ভাবেন— আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স যদি সব জব খেয়ে ফেলে এবং লোকজনের যদি ইনকাম না থাকে, তাহলে কোম্পানীগুলো কাস্টমার কোথায় পাবে?

এই প্রশ্ন যারা করেন তাদের পারসেপশন থেকে এধরনের জিজ্ঞাসা ভ্যালিড। কারণ, তারা মনে করেন অর্থ উপার্জনের জন্যই সবাই সবকিছু করে। কিন্তু দুনিয়ার আরো ডাইমেনশন আছে। একজন মুদি দোকানদার দিন শেষে কত টাকা রেভিনিউ হলো, কত প্রফিট হলো তা নিয়ে যেভাবে ভাবেন একজন কোটিপতি সেভাবে ভাবেন না। আবার একজন কোটিপতির ভাবনার সাথে একজন বিলিয়নারের ভাবনার বিস্তর পার্থক্য।

টপ লেভেলে রেসটা মূলত ক্ষমতার, অর্থ উপার্জনের নয়। ৮ বিলিয়ন লোকের মৌলিক চাহিদা ফ্রি-তে প্রোভাইড করার বিনিময়ে যদি পুরো দুনিয়ার উপরে ক্ষমতা প্রতিষ্ঠিত করা সম্ভব হয়; তাহলে— 'প্রোডাক্ট কেনার লোক থাকবে কিনা', এই প্রশ্ন অপ্রাসঙ্গিক হয়ে পড়ে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।