জন্মদিনের উপহার হিসেবে ফেসবুক আমাকে ব্লক করেছিলো আজকে।

গত ১৬ বছরে ফেসবুকে ৭২২৪-টা পোস্ট করেছি। কখনো সাধারন একটা রেস্ট্রিকশনও খাইনি। গত কয়েক মাস ধরে বলতে গেলে কিছুই লিখি না কিন্তু বিনা ওয়ার্নিং-এ একদম একাউন্ট সাসপেন্ড করে দিলো! আপিল করার পর আনব্লক করেছে।

এরকম ব্লক করার পর নাকি একাউন্টের রিচ কমিয়ে দেয়। প্রতি মাসে আমার রিচ ৭ থেকে ১১ লাখের ভেতরে উঠানামা করে। রিচ আসলেই কমিয়েছে কিনা সেটা বুঝতে পারবো ২৮ দিন পর। কিংবা যারা এই পোস্টটা দেখতে পাবেন তারা যদি কাইন্ডলি রিয়েক্ট দিয়ে জানান তাহলে দুই/তিন দিনের ভেতরেই জানা যাবে। অনুরোধ রইলো। অগ্রীম ধন্যবাদ!

এবং যারা আগের পোস্টে আর ইনবক্সে উইশ করেছেন, তাদেরকে আবারো ধন্যবাদ।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।