ইকমার্সে যেমন অনেক দুই নাম্বারি আছে তেমনি কাস্টমারও আছে দুই নাম্বার। এই দু'টো জায়গাতেই কাজ করার স্কোপ আছে। আমরা কাস্টমারদের যেমন হেল্প করবো জেনুইন প্রোডাক্ট ও ভালো শপ খুঁজে পেতে তেমনি শপ/ইকমার্সগুলোরেও হেল্প করবো ভালো কাস্টমার খুঁজে পেতে এবং কাস্টমারবেজ তৈরি করতে। এটা এদেশের ই-কমার্স ইন্ড্রাস্ট্রির জন্য একটা উল্লেখযোগ্য অবদান হবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।