ইকমার্সে যেমন অনেক দুই নাম্বারি আছে তেমনি কাস্টমারও আছে দুই নাম্বার। এই দু'টো জায়গাতেই কাজ করার স্কোপ আছে। আমরা কাস্টমারদের যেমন হেল্প করবো জেনুইন প্রোডাক্ট ও ভালো শপ খুঁজে পেতে তেমনি শপ/ইকমার্সগুলোরেও হেল্প করবো ভালো কাস্টমার খুঁজে পেতে এবং কাস্টমারবেজ তৈরি করতে। এটা এদেশের ই-কমার্স ইন্ড্রাস্ট্রির জন্য একটা উল্লেখযোগ্য অবদান হবে।