৫০-টা জেলার উপরে আমাদের মার্কেট স্টাডি বলছে ঢাকার মত বড় সিটিগুলো বাদে আর কোথাও অর্গানিক ফুডের চাহিদা নেই ওভাবে। তাই টাউন-সেন্টারের Grocery ও Organic Food ক্যাটাগরি দু'টোকে মার্জ করে 'Food Market' নামে একটা ক্যাটাগরি বানাচ্ছি।
৮ম ক্যাটাগরিতে অন্যকিছু এড করবো। আপাতত ভাবছি Gift/Souvenir দেব কিনা। Shoe market এর কথা ভেবেছিলাম একবার, কিন্তু অনলাইন থেকে জুতা কেনা খুব একটা সুবিধাজনক ব্যাপার না। এনি সাজেশন?