৫০-টা জেলার উপরে আমাদের মার্কেট স্টাডি বলছে ঢাকার মত বড় সিটিগুলো বাদে আর কোথাও অর্গানিক ফুডের চাহিদা নেই ওভাবে। তাই টাউন-সেন্টারের Grocery ও Organic Food ক্যাটাগরি দু'টোকে মার্জ করে 'Food Market' নামে একটা ক্যাটাগরি বানাচ্ছি।
৮ম ক্যাটাগরিতে অন্যকিছু এড করবো। আপাতত ভাবছি Gift/Souvenir দেব কিনা। Shoe market এর কথা ভেবেছিলাম একবার, কিন্তু অনলাইন থেকে জুতা কেনা খুব একটা সুবিধাজনক ব্যাপার না। এনি সাজেশন?
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।