এটা পৃথিবীর প্রথম VR ইন্টারভিউ যেখানে শত মাইল দূর থেকে দুইজন মেটাভার্সে কথা বলছে। একজন আরেকজনের থ্রিডি এভাটার দেখতে পাচ্ছে যেটা কার্টুন এভাটারের মত না বরং একদম রিয়েল মানুশটাকে দেখাচ্ছে এবং তার সকল এক্সপ্রেশন রিয়েল টাইমে রেন্ডার করছে। এটা যেহেতু ভিডিও না সেহেতু এতে অনেক কম ডাটা কনজিউম হচ্ছে আবার 3D হওয়াতে মনে হবে অন্যজন আপনার পাশেই বসে আছে।

এধরনের প্রযুক্তির প্রভাব অনেক কিছুর উপরে পড়বে। অনলাইন মিটিং, ক্লাশ রুম থেকে শুরু করে অনেক কিছুতে। এমনকি গাড়ি/বিমান ও ট্রান্সপোর্ট মার্কেটেও।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।