এটা একটা সিম্পল টেক্সট ট্রান্সফর্মার। সাথে ওয়ার্ড ও ক্যারেক্টার কাউন্টার আছে। নিজের কাজের সুবিধার জন্য বানিয়েছিলাম, ভাবলাম সবার জন্য শেয়ার করি। টেক্সট ট্রান্সফর্ম শুধুমাত্র ইংরেজী ভাষায় কাজ করবে। বাংলা ভাষায় তো ছোট হাতের বড় হাতের অক্ষর নাই। বাংলার জন্য ওয়ার্ড কাউন্টার হিসেবে ব্যবহার করতে পারেন।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।