ড্রিমার ওয়ার্ল্ড গেমটারে TC Play (টাউন-সেন্টার প্লে) নামে রি-ব্রান্ডিং করতেছি। ভার্সিটিয়ানের ফিচারগুলোর টেস্টার তৈরি করতে গিয়ে মূলত ড্রিমার ওয়ার্ল্ডের জন্ম হয়েছিলো। ভার্সিটিয়ানের সকল ফিচার + আরো অনেক কিছু মিলে হচ্ছে থিংকার ক্লাউড। টাউন-সেন্টার যেটার অংশ।
টাউন-সেন্টার মূলত একটা টাউন হাব, যেখানে একটা শহরের সকল কিছু আছে। আর TC Play হচ্ছে সেই টাউনের ভার্চুয়াল রূপ। রিয়েল টাউন-সেন্টারে আপনি রিয়েল নিউজ পড়বেন, বাচ্চার জন্য রিয়েল টিউটর খুঁজবেন, বাজার থেকে রিয়েল পণ্য কিনবেন, রিয়েল এডুকেশন/স্কিল গেইন করবেন, রিয়েল জব খুঁজবেন। TC Play-তে এগুলো সবই হবে তবে ভার্চুয়ালি। মানে, টাউন-সেন্টারে যা যা করা যাচ্ছে ওখানেও তা করা যাবে, তবে আপনার যেভাবে ইচ্ছা করতে পারবেন। অতিরিক্ত যেটা আছে সেটা হলে গেমের ভেতরে লাইফ-পার্টনার খুঁজে বিয়ে করতে পারবেন, বাচ্চা হবে এবং সেই বাচ্চারে প্রপার প্যারেন্টিং দিয়ে সফল হতে সাহায্য করতে পারবেন। এভাবে ২/৩ বছর পর পর নতুন জেনারেশন তৈরি হবে।
আমাদের এক দিন = TC Play-তে ৩০ দিন বা ১ মাস বা ৭২০ ঘন্টা। ১২ দিন গেমটা খেলা মানে আপনার বয়স ১ বছর বেড়ে গেল। রিয়েল লাইফে এক বছর পার হলে TC Play-তে ৩০ বছর ৪ মাস চলে যাবে। ফলে, আজকে আপনার নেয়া একটা সিদ্ধান্ত ৩০ বছর পর কেমন প্রভাব ফেলতে পারে আপনার জীবনে, তার সিমুলেশন দেখতে পাবেন। এই গেমটার এডুকেশনাল ভ্যালু আছে। থিংকার কিডস ও স্কুলে এটা ইন্টিগ্রেট করবো ভবিষ্যতে।
আগামী বছর জানুয়ারী বা ফেব্রুয়ারীর মাঝামাঝি নাগাদ পাবলিক বেটা এভেইলেবল হবে।