আমাদের ফটোগ্রাফের কপিরাইট ঝামেলা মিটিয়ে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স। এই ব্যাকগ্রাউন্ডটা DALL-E 2 দিয়ে জেনারেট করা। রিয়েল ইমেজের চাইতে DALL-E-র ইমেজগুলো দেখলাম বেটার।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।