ইন্টারনেটে অসংখ্যবার ভাইরাল হওয়া একটা ছবি এটা, island of Elliðaey.
মাছ ধরার সরঞ্জাম + ইলমাস্কের সোলার হোম + স্টার লিংক কানেকশন + কৃষি কাজের কিছু সরঞ্জাম সাথে নিলে এরকম একটা জায়গায় আমি আরামসে বাকী জীবন কাটিয়ে দিতে পারবো।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।