প্রতিটা দেশ ও টাউন-সেন্টারের ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো ব্যবহার করছি, এগুলো স্টক ফটো কিংবা গুগল থেকে ব্যবহার না করে ফটোগ্রাফারদের থেকে সরাসরি নিতে চাচ্ছি। যারা ছবি ডোনেট করবেন, স্ক্রিনের বাম দিকে আপনাদের নাম ও প্রোফাইলের লিংক জুড়ে দেয়া হবে।

ভবিষ্যতে টাউন-সেন্টার থেকে অনেক লোক ফটোগ্রাফার হায়ার করবে, তখন এই ব্যাকলিংক আপনাদের জীবিকাতেও সাহায্য করবে। ছবিগুলো এরকম ভাইব্রেন্ট হলে ভালো হয় এবং উপরের অংশটা এরকম হতে হবে যেন টাউন-সেন্টার লোগোটা ও মেনুগুলো পরিষ্কার দেখা যায়। বাংলাদেশ ও ৬৪ জেলার মোট ৬৫-টা ছবি + আরো ২৪৬টা দেশের ২৪৬টা ছবি লাগবে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।