আপনি যে ইন্ড্রাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে চান, সেই ইন্ড্রাস্ট্রি এক্সপার্টদের থেকে সরাসরি মেন্টরিং পাওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি আমরা Town-Center.net + CSAI থেকে। এক্ষেত্রে মেন্টরিং ফ্রি কিংবা পেইড হতে পারে। আপাতত শুধুমাত্র CSAI এর সদস্যরা মেন্টর হতে পারবে। আগামী ১০ অক্টোবর থেকে CSAI এর সদস্যরা নিজেদের মেন্টর হিসেবে লিস্টেড করতে পারবেন। বাকীরা টাউন-সেন্টার থ্রু এই সেবা নিতে পারবেন। শুরুতে আমরা ৫০ টা ইন্ড্রাস্ট্রি নিয়ে কাজ শুরু করছি। আপনার ইন্ড্রাস্ট্রি যদি তালিকায় না দেখতে পান তাহলে জানাতে পারেন, রিলিজের আগে যুক্ত করা হবে।