একজন আমাকে জিজ্ঞেস করলো, 'মুনজেরিন অক্সফোর্ডে পড়ালেখা করে বাংলাদেশের এই নরকে ব্যাক করলো কেন?'
আমি বললাম— ওখানে থেকে গেলে হয়তো অনেক টাকা আর্ন করতে পারতো, অনেক বড় কোন পোস্টে যেতে পারতো। কিন্তু বাংলাদেশে ব্যাক করে যে লাখ লাখ লোকের জন্য কাজ করতে পারছে, এটা পারতো না। মানুশের জন্য জন্য কিছু করতে পারলে যে আনন্দ, এটা যারা করে শুধুমাত্র তারাই জানে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।