ইউরোপ আমেরিকায় নির্বোধের সংখ্যা বেশী হওয়ার জন্য দায়ী মূলত লেড। গাড়ির কালো ধোঁয়াতে এই লেড সবচাইতে বেশী থাকে। যেকারণে আমি সবসময় বলে আসতেছি যে বাংলাদেশের টপ তিনটা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার সবচাইতে দূষিত বায়ূর এলাকা থেকে সরাতে। কারণ, এগুলোতে দেশের সেরা মেধাবীরা পড়তে আসে এবং এই দূষণ এদের ব্রেইন ড্যামেজ করে দেয়।
লেডের এই দূষণ নিয়া একটা ভিডিও দিলাম, দেখেন। কারো সময় থাকলে এই ভিডিওটার বাংলা করে আপলোড করে দিয়েন। জরুরী জিনিষ।