টাউন-সেন্টার থেকে দেশব্যাপী ৫১২টা লোকালাইজড ই-কমার্স প্লাটফর্ম চালু করার প্রস্তুতি নিচ্ছি আমরা। ৮ ধরনের মার্কেটে কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠানরে ফ্রি অনলাইন বিজনেসের ট্রেইনিং ও সফটওয়্যার দেয়ার পরিকল্পনা আছে।
Pray for us!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।