CS DESK কিভাবে ব্যবহার করবেন বা মোবাইল অ্যাপ নিয়ে যারা জানতে চাচ্ছিলেন, তাদের জন্য এই পোস্ট। ওয়েবে মূলত ডেস্কটপ ভার্সন রিলিজ দিয়েছিলাম, ফলে এটা মোবাইলের জন্য অপটিমাইজড না। মোবাইল অ্যাপ পরে পাবেন।
ডেস্কটপ অ্যাপ হিসেবে ইনস্টল করার উপায় জানতে এখানে ক্লিক করুন।
টুডু ও স্টিকি নোটের ডাটা আপনার নিজের মেশিনে সেভ হবে এখানে, আমাদের সার্ভারে আপলোড করবে না। ফলে সিকিউরিটি ও প্রাইভেসি নিয়ে ভাবতে হবে না। লোকাল মেশিনে ডাটা সেভ করার একটা অসুবিধা হলো অন্য মেশিন থেকে আপনি ডাটাগুলো সরাসরি দেখতে পাবেন না। এই সমস্যার সমাধানে এক্সপোর্ট অপশন দেয়া হয়েছে। টুডু বা স্টিকি এক্সপোর্ট করে যেকোন মেশিন থেকে ইমপোর্ট করলেই সব ডাটা পেয়ে যাবেন। ডাটা ব্যাকাপও একইভাবে নিতে পারবেন।