আমার এক হেটার ইনবক্সে আমারে নক দিয়ে উনি আমার চাইতে কত বড় এবং কত কী করে ফেলতেছে বলতেছিলো। আমি উনারে চিনিও না, কোন ফাঁক দিয়ে আমার কোন কথা বা কাজে যে এত অফেন্স খাইছে, কে জানে! উনারে বললাম—
শুনেন, আমারে দেখাইয়া দেয়ার জন্য কিছু কইরেন না। আজকে যদি আমি মারা যাই, আপনার সমস্ত মটিভেশন ভ্যানিশ হয়ে যাবে। নিজেরে স্যাটিসফাই করার চেষ্টা করেন।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।