বিকালে বাসার আশেপাশে কোথাও পাস্তা বানাচ্ছিলো সম্ভবত, ভাবলাম সন্ধ্যার দিকে বের হয়ে পাস্তা খেয়ে আসবো। আর বের হওয়া হলো না, ভাবলাম টেকোস থেকে ফুড-পান্ডায় অর্ডার দেই। পাস্তা খেতে ইচ্ছা করলেই টেকোসে অর্ডার দেই সবসময়, আজকে শপটাই খুঁজে পেলাম না! টেকোস (উত্তরা সেক্টর ১১'র ব্রিজের পাশে) কি বন্ধ হয়ে গেছে?
উত্তরায় ম্যাক্সিকান স্টাইলে ভালো পাস্তা আর কারা বানায় খুঁজতে খুঁজতে একটা বিষয় ভাবতেছিলাম। এই যে কিছু খেতে ইচ্ছা হলেই আমরা রেস্টুরেন্ট কিংবা বাসায় বসে অর্ডার দিয়ে খেয়ে ফেলি, এই সুবিধা না থাকলে কী করতাম? প্রাচীন কালে যারা শিকার করে বা ফসল ফলিয়ে খাবার যোগাড় করতো, তাদের বিষয়টা নিয়ে ভাবি মাঝে মাঝে। এসব ভাবনা জীবনের আনন্দ বাড়িয়ে তোলে...
পিক ফর ডিস্টার্বিং য়্যু... :P