কানাডার সবচাইতে বড় ব্যাংক RBC সফটার ইকোনমির প্রেডিকশন দিয়ে কর্মী ছাঁটাই করবে ঘোষণা করেছে।
ক্রমশ দুর্বল হতে থাকা বা খারাপ ইকোনমির সুশীল ভাষা হচ্ছে সফটার ইকোনমি (Softer Economy)। এর মানে জিডিপি গ্রোথ কমতে থাকবে, বেকাত্ব বাড়তে থাকবে, পাবলিকের ক্রয় ক্ষমতা কমতে থাকবে, ইনভেস্টমেন্ট কমতে থাকবে, ইন্ড্রাষ্ট্রিয়াল প্রোডাকশন কমতে থাকবে, স্টক মার্কেট দুর্বল হতে থাকবে এবং ক্রেডিট কন্ডিশনের অবস্থা খারাপ হতে থাকবে। ওভারঅল অর্থনীতি খারাপের দিকে যাওয়া।

সফটার ইকোনমির দোহাই দিয়ে কর্মী ছাঁটাই চলতে থাকলে পরিস্থিতি আরো খারাপের দিকেই যাবে। এবং এসব প্রতিষ্ঠান পরে যে আবার কর্মী নিবে, এরকমও আমার মনে হচ্ছে না। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের বেশ কিছু ব্রেকথ্রু ঘটেছে গত বছরের শেষের দিকে। প্রতিষ্ঠানগুলো খরচ বাঁচাতে AI এর পেছনেও ইনভেস্ট করে যাচ্ছে বিগত এক দশক ধরে।

বিশ্ব পরিস্থিতি সব দিক থেকেই খারাপের দিকে যাচ্ছে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।