গতকাল রাতে স্বপ্নে দেখলাম ভয়াবহ ভূমিকম্প হচ্ছে ঢাকায়। একের পর এক বিল্ডিং ভেঙ্গে পড়ছে। আমি কিভাবে যেন একটা নৌকায় করে পানির মাঝখানে চলে গিয়েছি। ঐদিন ১২ নাম্বার সেক্টরের যে ছবিটা দিয়েছিলাম, ঐ বিলের মাঝখানে মনে হলো। উত্তরার বিল্ডিংগুলো ভেঙ্গে পড়া দেখছিলাম।
ঢাকা একটা বড় ধরনের ভূমিকম্পের দাঁড়প্রান্তে দাঁড়িয়ে আছে। গবেষকদের তথ্যমতে ঢাকার অধিকাংশ বিল্ডিং এতে কলাপস করবে। কিন্তু, কবে এই ভূমিকম্প হবে কেউ জানে না। এবছরও হতে পারে কিংবা কয়েক বছর পরে।
আজকে এই নিউজটা দেখে মনে হলো এই সফটওয়্যার যদি ঢাকার ভূমিকম্পটা প্রেডিক্ট করে দিতে পারে, অনেক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো। সংশ্লিষ্ট কেউ যদি থাকেন, দেখেন তো এদের সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা!