আজ থেকে ১২ বছর আগে উত্তরা সেক্টর ১২ ছিলো এরকম। আমি তখন ১৪ নাম্বার সেক্টরের ১২/১৩/১৪-র মোড়ে থাকি। ওখান থেকে দুই মিনিট হেঁটে নদীর পাড়ে যাওয়া যেত। পথে এই দৃশ্য তুলেছিলাম ১২ বছর আগের একদিন সকাল ১০টায়।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।