টাউন-সেন্টারের পাইলটিং ও আলফা টেস্টিং শেষ হয়েছে এই মাসে। অক্টোবর নাগাদ পাবলিকের জন্য ওপেন করে দেয়ার পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকা ও চাঁদপুর টাউন-সেন্টারের কার্যক্রম শুরু হবে। পরবর্তী তিন মাসে অন্তত ৩০টা জেলায় ৩০টা সেন্টার চালু করার জন্য প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। প্ল্যান ছিলো এবছরের ভেতরে ৬৪ জেলায় এক্সপান্ড করার, সেটা সম্ভব হচ্ছে না আপাতত। ৬৪ জেলায় আগামী বছরের মার্চ/এপ্রিল নাগাদ চালু করা সম্ভব হবে।
প্রতি জেলায় সর্বোচ্চ দশ জন উপ-পরিচালক নিচ্ছি এখন। প্রথম তিন মাসের একটিভিটিসের উপরে ভিত্তি করে তাদের ভেতরে একজন পরিচালক হওয়ার সুযোগ পাবেন। টাউন-সেন্টারের মাধ্যমে CSAI, Thinkr Club এবং Varsitian এর কার্যক্রমও দেশব্যাপি চালু হতে যাচ্ছে।