MTFE নিয়ে যতজন আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেছে, সবাইকেই বলেছি— “Stay away!”
কয়েকজন জানতে চেয়েছিলো পাবলিক পোস্ট দিয়ে লোকজনকে সতর্ক করছি না কেন। আমার উত্তর ছিলো— এধরনের স্ক্যামে যারা পা দেয়, এরা এসে তর্ক জুড়ে দিলে সেই আলাপে এনগেজ হওয়ার মত সময় আমার নেই। তাছাড়া, এধরনের স্ক্যামের ভিকটিম যারা হয়, তারা বেশ আক্রমনাত্বক হয়। মানে ভিকটিম না হওয়া পর্যন্ত আরকি!

বিতর্ক এড়াতে এসব নিয়ে প্রাইভেট গ্রুপে আলাপ করা বেটার পলিসি।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।