চল্লিশ বছর আগের ছবি নয়, একটু আগে মেঘনা নদীর মাঝ থেকে তুলেছি। নদীতে প্রচুর বাতাস। একটা ট্রলার পাল তুলে দিয়ে সেই সুবিধা নিচ্ছে।
যান্ত্রিক সভ্যতা যে কিছুকিছু বিষয়ে আমাদের বুদ্বিবৃত্তিক অবনতি ঘটিয়েছে, পাল হারিয়ে যাওয়া হচ্ছে তার একটা উৎকৃষ্ট উদাহরণ। আমার ধারণা পাল আবার ফিরে আসবে। মানবজাতিরে বেশীদিন বোকা বানিয়ে রাখা যায় না। বিনা খরচে বাতাসের এই শক্তি ব্যবহার করার মত বুদ্ধি আমরা ফিরে পাবো।