ত্রিশ দিনে ৭২০ ঘন্টা হয়। এই ৭২০ ঘন্টা কিভাবে কাটান বা কাটাতে চান, সেই প্ল্যান করতে পারবেন এই টুল ব্যবহার করে। এই যেমন— প্রতিদিন যদি ৮ ঘন্টা ঘুমান তাহলে মাসে ২৪০ ঘন্টা ঘুমানো হয়, হাতে থাকে ৪৮০ ঘন্টা। এভাবে হিসাব করে দেখতে পাবেন আমাদের সময় আসলে কত কম।

আপনার বাচ্চাদের নিয়ে বসেন। তাদের সময় হিসাব করে দেখান, নিজেরাই বুঝতে পারবে কত কম সময় আছে খরচ করার মত। এরপর পিডিএফ নামিয়ে প্রিন্ট করে তাদের পড়ার টেবিলের সামনে লাগিয়ে দিতে পারেন। এই চার্ট চোখের সামনে থাকলে সময় সচেতনতা বাড়বে। টুলটা একসেস করতে এখানে ক্লিক করুন

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।