এনালগ ঘড়ি, ক্যালেন্ডার, টু-ডু লিস্ট, স্টিকি নোট ও ক্যালকুলেটর— এগুলো প্রতিদিন কাজে লাগে আমাদের। এর জন্য আলাদা আলাদা অ্যাপ সেটাপ করার প্যারা থেকে বাঁচতে CSAI-এ সবার জন্য ফ্রি টুল হিসেবে CS DESK রিলিজ দিলাম।

এখানে সেভ করা আপনার টুডু লিস্ট কিংবা স্টিকি নোটের ডাটা আমাদের সার্ভারে সেভ হবে না, সরাসরি আপনার নিজের কম্পিউটারে সেভ হবে। তাই প্রাইভেসি নিয়ে ভাবতে হবে না। নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। CS DESK ব্যবহার করতে এখানে ক্লিক করুন

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।