CSAI-এ আমাদের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স vAI পাওয়ারড জব এপ্লিকেশন ডিরেকশন সার্ভিসের আলফা টেস্টিং শুরু করেছি। যারা ইতিমধ্যে প্লাটফর্মে নিজেদের রিজিউমি/সিভি বিল্ড করেছেন তারা জব এপ্লিকেশনের লিংক সাবমিট করলে vAI আপনাদের সাজেশন ও গাইডলাইন দিয়ে সহায়তা করার চেষ্টা করবে। যদি জবের লিংক কোথাও না থাকে, সেক্ষেত্রে আপনার CSAI আইডিসহ ইনবক্সে টেক্সট ফাইলে পাঠাতে পারেন, আমরা টেম্প লিংক বানিয়ে দেব।
যারা এখনো ইনভাইটেশন পাননি কিংবা প্রথম এক হাজার বেটা টেস্টার লিস্টে নেই, তারাও এই আলফা টেস্টিং-এ অংশ নিতে পারবেন। এক্ষেত্রে ইনবক্সে আপনার রিজিউমি/সিভি ও জব এপ্লিকেশনের লিংক কিংবা টেক্সট/ডকুমেন্ট ফাইল পাঠাতে হবে। সিভি ও জব এপ্লিকেশন দু'টোই ইংরেজীতে হতে হবে এবং লিংক বা টেক্সট/ওয়ার্ড ডকুমেন্ট ফাইল হতে হবে।
যারা ম্যানুয়ালি ইনবক্সে পাঠাবেন; তাদেরকে প্রতি শনি-রবিবার জবাব দেয়ার চেষ্টা করবো।
আর এটা আলফা টেস্টিং, তাই এখনি আহামরি রেজাল্ট পাবেন না হয়তো। আশা করছি এই মাসের ভেতরেই এই ফিচারটার বেটা রিলিজ দিতে পারবো। এরপর বাকী ৯ হাজার জনের স্লট ওপেন করা হবে।
যারা আলফা টেস্টিং-এ অংশ নিবেন, তাদের জন্য বছরে ১২ ডলারের সাবস্ক্রিপশন ফি'র উপরে ২ ডলার ডিসকাউন্ট দেয়া হবে। সেক্ষেত্রে ইনবক্সে আপনার আগ্রহের কথা জানিয়ে রাখতে হবে।
পুনশ্চঃ ফেসবুকে খুব কম আসা হয় আমার, তাই ইনবক্সে ম্যাসেজ দিয়ে সাথে সাথে জবাব আশা না করাই ভালো। তবে প্রতি শনি-রবিবার অবশ্যই জবাব পাবেন।