আর কিছুদিন পর যখন বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে রেজিঃ সম্পন্ন হবে তারপর দেখবেন জীবন কতটা কঠিন হয়ে যাচ্ছে। খরচ বাড়ছে, জনগনের ক্রয় ক্ষমতা বাড়ছে না।
কিভাবে জীবন কঠিন হবে সেটা নিয়ে হাজার পৃষ্ঠার বই লেখা সম্ভব। শুধু শিক্ষার্থীদের পাঠ্য-বই নিয়ে বলি। আপনারা নীলক্ষেত থেকে যে বইটা এখন ১২০-৩০০ টাকা দিয়ে কিনছেন এই বইগুলো তখন ১৫০০-৫০০০ টাকা দিয়ে কিনতে হবে, কারণ জেনুইন কপি কিনতে হবে। তো, আমাদের দরিদ্র জনগন কিভাবে এসব বই কিনবে? পড়াশোনা, জ্ঞান অর্জন তো করতে হবে!
এর একটা সমাধান নিয়ে আমরা কাজ করছি। সেই কাজে আপনিও অংশ নিতে পারবেন আর কিছুদিন পর। কিন্তু তার জন্য দু'টো প্রস্তুতি লাগবে—
১) বাংলা ও ইংরেজী ভাষার উপরে দখল যতটা সম্ভব বাড়ানো,
২) যেকোন একটা বিষয়ের উপরে যতটা সম্ভব বিশেষজ্ঞ হওয়া।
এই প্রস্তুতি নিতে থাকেন। সামনে ক্যারিয়ার, পড়াশোনা ও জ্ঞান অর্জন, সবই বদলে যাবে। এর জন্য প্রস্তুতি নিতে হবে। সময় কম আমাদের হাতে।