টাউন-সেন্টারে যেকেউ প্রোফাইল বানাতে পারবে এবং আমরা ক্যাটাগরি, দেশ, এলাকা হিসাবে সেগুলো লিস্ট করার অপশন দেব। প্রফেশনালরা নিজেদের ব্রান্ডিং করতে পারবে যা তাদেরকে ক্লায়েন্ট ও বিজনেস পার্টনার পেতে সাহায্য করবে। এখানে প্রোফাইলগুলো টিপিক্যাল সোশ্যাল মিডিয়ার মত হবে না।
নেটওয়ার্কিং এর জন্য একটা মাস্ট হ্যাভ টুল হিসেবে দাঁড় করাচ্ছি এটাকে। আগামী অক্টোবরে বেটা রিলিজের পর বিস্তারিত জানাবো।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।