টাউন-সেন্টার নেটওয়ার্কের ৪৫-টা জেলার প্রায় ৬০ জনের তথ্য মতে ইন্টারনেট সবচাইতে বেশী ক্ষতির কারণ হয়েছে লোয়ার মিডল ক্লাশের জন্য। দুই/তিন বছর আগে আমার প্রাথমিক এজাম্পশানও এরকমই ছিলো। বিশেষ করে যেসব ফ্যামিলির কেউ মধ্যপ্রাচ্যে থাকে, সেসব ফ্যামিলির ছেলে/মেয়েরা বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে বলে (আমার সাথে আলাপ হওয়া) সকলের ধারণা।
বিষয়টা যদি আসলেই এরকম হয়ে থাকে, তাহলে এটা প্রেডিক্ট করা খুব সহজ যে একটা বিশাল শ্রেণী আবার গরীব হয়ে যাবে। লোয়ার মিডল ক্লাশের জন্য ইন্টারনেট বেশী ক্ষতিকর হওয়ার পেছনে সম্ভবত প্যারেন্টদের অজ্ঞতা ও উদাসীনতা দায়ী।
৬৪ জেলায় টাউন-সেন্টার চালু হয়ে যাওয়ার পরে এই বিষয়ে আমরা একটা জরিপ চালাবো।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।