2050 সাল নাগাদ পৃথিবীর কোন দেশের পপুলেশন এজ গ্রুপ কেমন হবে, এখানে সেই ডাটা ভিজ্যুয়ালাইজেশন দেখা যাচ্ছে। খেয়াল করেন— ইউরোপ, চায়না আর জাপানে কিভাবে বৃদ্ধের সংখ্যা বাড়ছে এবং তরুনদের সংখ্যা কমছে। এই ভূ-খন্ডগুলো আফ্রিকান আর এশিয়ানদের দখলে চলে যাবে। চীনারা যেমন হুট করে বিশাল শক্তি হয়ে উঠছে তেমনি হুট করেই হারিয়ে যাবে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।